
দেশচিন্তা ডেস্ক: নিজের সৎ কর্মই পুণ্যের দীপে পরিণত হয়। সৎ মানুষেরাই পৃথিবী রক্ষা করে। তাঁদের পুণ্যকর্মের প্রভাব বিশ্বব্যাপী। মানব সত্তার উৎপত্তি প্রকৃতি ও পরিণতি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন প্রয়োজন। জীবনের অস্তিত্ব, চিত্ত-চৈতসিক, জ্ঞান-প্রজ্ঞার সদ্ধর্ম নিজের ভিতর আবিষ্কার করাই বুদ্ধ দর্শনের লক্ষ্য। জগতে যে প্রাজ্ঞিক প্রক্রিয়া বা বিবর্তনশীল প্রজ্ঞা বিদ্যমান তা আর্যঅষ্টাঙ্গিক মার্গপথে অনুশীলন করে অর্জন করতে হবে। এভাবেই মানুষ হবে পুণ্যবান। মানুষের নিজের ও অপরের কল্যাণের জন্য পুণ্যের দীপের কাছে আশ্রয় নিতে হবে।
পটিয়া উপজেলাধীন তেকোটা-মুকুটনাইটস্থ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে গত ১ নভেম্বর দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে প্রধান সদ্ধর্ম দেশক চন্দনাইশস্থ সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেণের প্রতিষ্ঠাতা পরিচালক কল্যাণমিত্র জিনপাল মহাস্থবির উপরোক্ত সদ্ধর্মদেশনা করেন। দ্বিতীয় পর্বের এ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আনোয়ারা তালসরা আনন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক ও দানশীল ব্যক্তিত্ব লায়ন টিংকু বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ডিআইজি পি.আর বড়ুয়া। উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালক ভদন্ত বিশ্বমিত্র মহাস্থবির। স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া। সম্পাদকীয় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের মহাসচিব সংগীত শিল্পী অনুপম বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের দুইবারের সাবেক মহাসচিব সরিৎ চৌধুরী সাজু, যুগ্ম মহাসচিব অশোক বড়ুয়া বাবু, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের সাবেক সভাপতি (পটিয়া কমিটি) শৈবাল বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা শুভাশিস বড়ুয়া, সহ-সম্পাদক প্রণব বড়ুয়া (পিপলু)। পঞ্চশীল প্রার্থনায় ধর্মীয় সম্পাদক রুনু বিকাশ বড়ুয়া। লিটন কান্তি বড়য়া ও শিক্ষক জুয়েল বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মুকুটনাইট ধর্মাঙ্কুর বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘরতন মহাস্থবির, মুকুটনাইট গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানজ্যোতি ভিক্ষু, অবসরপ্রাপ্ত ওসি শ্যামল কান্তি বড়ুয়া (সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন), ভাইস চেয়ারম্যান দেবাশিস বড়ুয়া, চিত্র সাংবাদিক প্রকাশ বড়ুয়া, যুগ্ম সম্পাদক অনুজ চৌধুরী, অর্থ সম্পাদক সেন্টু বড়ুয়া, সহ সম্পাদক শিপলু বড়ুয়া। প্রথম পর্বে সকাল বেলা বৌদ্ধ সেবাসদনের প্রতিষ্ঠাতা অগ্রমহাপন্ডিত প্রজ্ঞালোক মহাস্থবির, পন্ডিত ধর্মাধার মহাস্থবির, পন্ডিত শান্তপদ মহাস্থবির, উপ-সংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির, ধর্মবোধি মহাস্থবিরসহ মহান ভিক্ষুসংঘ ও পরপারগত জ্ঞাতিদের স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান নাইখাইন সন্তোষালয়ের অধ্যক্ষ ভদন্ত জিনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে আশির্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন সাবেক পরিচালক ভদন্ত আলোকমিত্র মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন বাকখালী সাধনানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানজিৎ মহাস্থবির, মুখ্য আলোচক ছিলেন আমেরিকা প্রবাসী বিনয়ানন্দ স্থবির। বিশেষ জ্ঞাতি ছিলেন উনাইনপুরা লঙ্কারামের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ থেরো, তেকোটা সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ থেরো। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতিপ্রকাশ চৌধুরী বলরাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের আবাসিক বুদ্ধানন্দ ভিক্ষু ও পঞ্চশীল প্রার্থনা করেন প্রাক্তন ধর্মীয় সম্পাদক সুনীল কান্তি বড়ুয়া।
















