
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে স্থাপত্য বিভাগের ২৭তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের অ্যাডভাইজার প্রফেসর সোহেল এম. শাকুর, চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ, সহকারী অধ্যাপক কুহেলী চৌধুরী, সহকারী অধ্যাপক মুহাম্মদ ইমরান বিন হোসাইন এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। প্রফেসর সোহেল এম. শাকুর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্থাপত্য কেবল একটি পেশা নয়, এটি হলো চিন্তার সৌন্দর্যকে বাস্তব রূপ দেওয়ার শিল্প। ভবিষ্যতের স্থপতি হিসেবে তোমাদের দায়িত্ব হবে এমন পরিবেশ ও নকশা তৈরি করা, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। প্রিমিয়ার ইউনিভার্সিটির এই পরিবারে তোমরা শুধুমাত্র স্থাপত্য শিখবে না, বরং মানবিকতা, নৈতিকতা ও নান্দনিকতার মেলবন্ধনও অনুধাবন করবে।
বিভাগীয় চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ বলেন, তোমাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু হচ্ছে এক নতুন যাত্রার সূচনা হিসেবে। স্থাপত্য হলো সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের সমন্বয়। এখানে প্রতিটি ডিজাইন, প্রতিটি চিন্তা তোমাদের পরিচয় গড়ে তুলবে। নিজেদের দক্ষতা, সময় ব্যবস্থাপনা ও দলগত কাজের ওপর যদি গুরুত্ব দাও—তবেই তোমরা ভবিষ্যতে ভালো করবে।
সহকারী অধ্যাপক কুহেলী চৌধুরী বলেন, স্থাপত্য শিক্ষা হলো একটি ক্রমবর্ধমান শেখার প্রক্রিয়া। এখানে শেখার কোনো শেষ নেই—প্রতিটি প্রজেক্ট, প্রতিটি স্টুডিও সেশন তোমাদেরকে নতুন কিছু শেখাবে। মনে রেখো, স্থাপত্য শুধু ভবন নির্মাণ নয়, এটি মানুষ ও প্রকৃতির মাঝে একটি সংলাপ তৈরি করার প্রক্রিয়া।
সহকারী অধ্যাপক মুহাম্মদ ইমরান বিন হোসাইন বলেন, নবীন স্থপতি হিসেবে তোমাদের কল্পনা, যুক্তি ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় ঘটাতে হবে। ভবিষ্যতের টেকসই নগরায়ণ ও পরিবেশবান্ধব স্থাপত্যচর্চায় তোমাদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। আজ থেকেই দায়িত্ববোধ ও সৃজনশীলতাকে একত্র করে এগিয়ে যাও।
অনুষ্ঠানে স্থাপত্য বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা নতুন শিক্ষার্থীদের শুভকামনা জানান।


















