আজ : মঙ্গলবার ║ ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চবির শহীদ আবদুর রব হলে সমৃদ্ধ কম্পিউটার ল্যাব স্থাপন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে শিক্ষার্থীদের গবেষণা ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষায় গতিশীলতা আনার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক রবিবার (২৬ অক্টোবর ২০২৫) হলের রিডিং রুমে ৫টি হাই কনফিগারেশনের কম্পিউটার সম্বলিত অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের সেবা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। আমরা চাই, প্রতিটি হলে শিক্ষার সুন্দর, সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। হলে অবস্থানরত জীববিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা নিয়মিত গবেষণা, প্রজেক্ট ও একাডেমিক কাজে এই কম্পিউটারসমূহ ব্যবহার করে আরও সমৃদ্ধ শিক্ষাজীবনের পথে এগিয়ে যেতে পারবেন বলে আশা করেন উপাচার্য।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থায় এরকম কম্পিউটার ল্যাব খুবই প্রয়োজনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা হলে পড়াশোনা মুখী হবে, গবেষণায় আগ্রহ পাবে। এ উদ্যােগের জন্য হল প্রশাসন, নির্বাচিত প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

এই উদ্যোগটি বাস্তবায়ন হয়েছে হলের প্রভোস্ট প্রফেসর ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী ও আবদুর রব হলের নির্বাচিত প্রতিনিধিদের প্রচেষ্টায়। শিক্ষাবান্ধব এ উদ্যােগ শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের জন্য উন্মোচন করেছে প্রযুক্তিনির্ভর শিক্ষার নতুন দিগন্ত।

শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী সম্প্রতি শহীদ আবদুর রব হল পরিদর্শন করেছেন। এরপর তিনি আমাদের চাহিদা মোতাবেক ল্যাবের জন্য ৫টি কম্পিউটার প্রদান করেছেন। এতে আমরা সমৃদ্ধ একটি ল্যাব স্থাপন করতে পেরেছি এবং আমাদের শিক্ষার্থীরাও অনেক খুশি। হলে শিক্ষার্থীবান্ধব অন্যান্য কার্যক্রম অব্যহত রয়েছে। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ল্যাব স্থাপনের সময় আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম নিয়াজ উদ্দিন, শহীদ আবদুর রব হলের হাউজ টিউটর ড. মো. ইমাম হোসাইন, চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সোহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, শহীদ আবদুর রব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রিডিং রুম ও হল লাইব্রেরি বিষয়ক সম্পাদক, অন্যান্য নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দসহ হলের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ও হলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ