আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবি উপাচার্যের অংশগ্রহণে ‘মোরাল প্যারেন্টস ডে’ উদযাপন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এ গত শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) মোরাল প্যারেন্টিং ট্রাস্ট এর সহযোগিতায় ‘মোরাল প্যারেন্টস ডে’ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত ইনস্টিটিউটের পরিচালক ও মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ক্যাম্পাস গার্ডিয়ান, সহকারী অধ্যাপক জনাব তাসনিমা দিলশাদ, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, মোরাল প্যারেন্ট জনাব সোনিফা শারমিন, জনাব আরাফাত হোসেন এবং ২৮ জন মোরাল চাইল্ড।

মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের স্মরণে মাননীয় উপাচার্যের বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর মোরাল প্যারেন্টিং পরিবারের প্রতিষ্ঠাতা ট্রাস্টের কার্যক্রমের উপর দুটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নৈতিক সমাজ গঠনের প্রত্যয়ে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট একটি আত্মিক পরিবার। সমাজে কিছু ছেলেমেয়ে যারা খুব মেধাবী কিন্তু আর্থিক দূরাবস্থা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না—এরকম অদম্য মেধাবী (এতিম, প্রতিবন্ধী, অতি-দরিদ্র) শিক্ষার্থী আর মানবিক হৃদয়ের কিছু মানুষ মিলে এই পরিবার। এই পরিবারের সদস্যগণ, কেউ মোরাল প্যারেন্ট, কেউ মোরাল চাইল্ড আবার কেউ ক্যাম্পাস গার্ডিয়ান হিসাবে পরিচিত। বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা দুই হাজারের বেশি (মোরাল চাইল্ড ১৪২০, মোরাল প্যারেন্ট ৫৬৮ এবং ক্যাম্পাস গার্ডিয়ান ৮২)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোরাল চাইল্ড আছে ২৮ জন। বৃত্তি প্রদানের পাশাপাশি মোরাল চাইল্ডের পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে স্বাবলম্বী প্রজেক্ট, বিনামূল্যে ডাক্তারি পরামর্শ, চিকিৎসা সেবা, আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ১০০ বই পড়া উৎসবের মত কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রফেশনাল ইন্সট্রাক্টর দিয়ে বিভিন্ন কোর্স করানো হয়।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অনুষ্ঠানে উপস্থিত মোরাল চাইল্ডদের জীবন সংগ্রামের গল্প, তাদের চলার পথে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের অবদানের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মোরাল প্যারেন্টিং এর কার্যক্রম সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, এখানে এসে বুঝলাম শিক্ষার্থীদের মনোবল ও নৈতিক শক্তি বৃদ্ধির জন্য এমন উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ। তিনি নিজেও এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে মোরাল প্যারেন্টস ও ক্যাম্পাস গার্ডিয়ানগণ তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন মোরাল চাইল্ডদের দায়িত্ব ও কর্তব্যের উপর গুরুত্বারোপ করে বলেন, আজকের মোরাল চাইল্ডরাই আগামীর মোরাল প্যারেন্ট। তিনি তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। ড. মাহবুব বলেন, এই অনুষ্ঠানে মাননীয় উপাচার্য মহোদয়ের উপস্থিতি প্রমাণ করে তিনি কেবল একজন প্রশাসক নন, বরং সত্যিকারের শিক্ষার্থীবান্ধব ও মানবিক নেতা। তিনি বলেন, স্যার আমাদের মতো তরুণদের মাঝে যে ভালোবাসা, অনুপ্রেরণা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন, তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন মোরাল চাইল্ড। পরিশেষে, মোরাল প্যারেন্টিং পরিবার ভবিষ্যতে মাননীয় উপাচার্যের মোরাল প্যারেন্টিং ট্রাস্টে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা জানিয়ে তার মানবিক দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ