দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শনিবার বাংলাদেশ-ভারতের বিশিষ্ট লেখক গবেষক ও মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে অমর একুশের আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের মরমী গবেষক ও বহু গ্রন্থপ্রনেতা, মাইজভাণ্ডারী তরিকার গবেষক, ফটিকছড়ি ঐতিহ্যবাহী পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই কে প্রদান করা হলো কলকাতার মানবাধিকার সম্মাননা ও ফেলোশীপ। সমাজকর্ম, লেখা-লেখি, মরমীবাদী গবেষণা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য কে ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটি অব হিউম্যান রাইটস এন্ড রিসার্স ফাউন্ডেশন কলকাতার পক্ষ থেকে এই সংবর্ধনা, সম্মাননা ও ফেলোশীপ সনদ প্রদান করা হয়। লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাইকে এই সম্মাননা ও ফেলোশীপ পত্র তুলে দেন ভারতের ত্রিপুরা রাজ্যের প্রখ্যাত শিক্ষাবিদ ড. দেবব্রত দেবরায়, ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটি অব হিউম্যান রাইটস এন্ড রিসার্স ফাউন্ডেশন’র সচিব অধ্যক্ষ ড. মোহাম্মদ আনোয়ার হুসাইন, প্রয়াত ভাষাসৈনিক ড. আবদুল মতিনের স্ত্রী কমরেড গুলবদননেসা মনিকা মতিন। এই সময় বাংলাদেশ ভারতের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন ইতিহাসবিদ ড. আশিস কুমার বৈদ্য, রবীন্দ্র সংগীত শিল্পী শর্নিমা রায়, মানবাধিকার সংগঠক ও ভাষা গবেষক কবি জয়ন্ত রসিক, সাংবাদিক বদরুদোজা হারুন, কবি শেখ আবদুল মান্নান, কবি সবিতা বেগম, কবি তারকনাথ দত্ত, ড. এম এ মুক্তাদীর, অধ্যাপক এম আর মাহবুব, এস এম ফরিদুল হক মুকুল, সোহেল মো.ফখরুদ-দীন, বাবু দুলাল কান্তি বড়ুয়া, এম এ সাত্তার প্রমুখ। লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই এই সম্মাননা অর্জন করাই ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম শাখা ও পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, প্রধান শিক্ষক অর্চ্চনা রাণী আচার্য, রুবেল শীল, ডাঃ সুব্রত চৌধুরী, রূপক দে, ডাঃ সুশীল আচার্য প্রমূখ এক যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।