আজ : মঙ্গলবার ║ ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার ৯ জুলাই

রাজধানীর গুলশানে মাইক্রোসফট বাংলাদেশ অফিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ সেমিনার— “AI & Security for Financial Institutions in Bangladesh”, যেখানে আলোচনায় উঠে আসবে বাংলাদেশের আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সাইবার সিকিউরিটির বর্তমান ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা এবং তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো।

এই সেশনটি আয়োজন করছে NetCom Learning, মাইক্রোসফট বাংলাদেশের সহায়তায়। সেমিনারটি অনুষ্ঠিত হবে ৯ জুলাই, বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত, গুলশানের লায়লা টাওয়ারে অবস্থিত মাইক্রোসফট বাংলাদেশের অফিসে (৮, বীর উত্তম মীর শওকত সরক)।

কাদের নিয়ে হবে এই আয়োজন?

ব্যাংক, নন-ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন (NBFI), অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC), এবং ইনস্যুরেন্স খাতের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, প্রযুক্তি কর্মকর্তা ও সিদ্ধান্তপ্রণেতারা এতে অংশগ্রহণ করবেন।

আলোচ্য বিষয়গুলো

কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা

আর্থিক খাতে AI-এর ব্যবহার ও প্রভাব

দক্ষতা, কমপ্লায়েন্স ও রিস্ক ম্যানেজমেন্টে AI-এর ভূমিকা

বাস্তবভিত্তিক AI কেস স্টাডি

ব্যাংক ও ইনস্যুরেন্স সেক্টরে AI প্রয়োগের সাফল্য ও চ্যালেঞ্জ

বৈশ্বিক উদাহরণ ও ভবিষ্যতের প্রযুক্তিগত ধারা

প্রশ্নোত্তর পর্ব

প্রধান বক্তাগণ
মোঃ ইউসুফ ফারুক, Regional Director, Microsoft

ফারজানা আফরিন তিশা, Cloud Data AI & Security Lead, Microsoft

খোন্দকার আতীক-ই-রব্বানী, Independent Director & Chairman, Audit Committee, Eastern Bank PLC

মোঃ ইমদাদুল ইসলাম, Sr. Business Development Manager, NetCom Learning Global LTD

সমাপনী ভাবনা
এই সেমিনারের মাধ্যমে আয়োজকরা আশা করছেন, বাংলাদেশে আর্থিক খাত আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও সুরক্ষিত হবে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ