রাজধানীর গুলশানে মাইক্রোসফট বাংলাদেশ অফিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ সেমিনার— “AI & Security for Financial Institutions in Bangladesh”, যেখানে আলোচনায় উঠে আসবে বাংলাদেশের আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সাইবার সিকিউরিটির বর্তমান ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা এবং তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো।
এই সেশনটি আয়োজন করছে NetCom Learning, মাইক্রোসফট বাংলাদেশের সহায়তায়। সেমিনারটি অনুষ্ঠিত হবে ৯ জুলাই, বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত, গুলশানের লায়লা টাওয়ারে অবস্থিত মাইক্রোসফট বাংলাদেশের অফিসে (৮, বীর উত্তম মীর শওকত সরক)।
কাদের নিয়ে হবে এই আয়োজন?
ব্যাংক, নন-ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন (NBFI), অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC), এবং ইনস্যুরেন্স খাতের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, প্রযুক্তি কর্মকর্তা ও সিদ্ধান্তপ্রণেতারা এতে অংশগ্রহণ করবেন।
আলোচ্য বিষয়গুলো
কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা
আর্থিক খাতে AI-এর ব্যবহার ও প্রভাব
দক্ষতা, কমপ্লায়েন্স ও রিস্ক ম্যানেজমেন্টে AI-এর ভূমিকা
বাস্তবভিত্তিক AI কেস স্টাডি
ব্যাংক ও ইনস্যুরেন্স সেক্টরে AI প্রয়োগের সাফল্য ও চ্যালেঞ্জ
বৈশ্বিক উদাহরণ ও ভবিষ্যতের প্রযুক্তিগত ধারা
প্রশ্নোত্তর পর্ব
প্রধান বক্তাগণ
মোঃ ইউসুফ ফারুক, Regional Director, Microsoft
ফারজানা আফরিন তিশা, Cloud Data AI & Security Lead, Microsoft
খোন্দকার আতীক-ই-রব্বানী, Independent Director & Chairman, Audit Committee, Eastern Bank PLC
মোঃ ইমদাদুল ইসলাম, Sr. Business Development Manager, NetCom Learning Global LTD
সমাপনী ভাবনা
এই সেমিনারের মাধ্যমে আয়োজকরা আশা করছেন, বাংলাদেশে আর্থিক খাত আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও সুরক্ষিত হবে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.