
সাতকানিয়া সংবাদদাতা : চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের পরিবেশ তৈরি করতে ৭ দফা দাবি বাস্তবায়ন করার বিকল্প নেই। যেনতেনভাবে নির্বাচন দিলে পুনরায় ফ্যাসিবাদ কায়েম হবে। তাই নির্বাচনের পূর্বে ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। ৭ দফা দাবি আদায় করার লক্ষ্যে জাতীয় সমাবেশে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানাচ্ছি।
১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলা জামায়াতের উদ্যােগে অনুষ্ঠিত গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উত্তর (সাঙ্গু) আমীর মাস্টার সিরাজুল ইসলাম, কেরানীহাট শহর শাখার আমীর মাওলানা নাসির উদ্দীন, উত্তর সাতকানিয়া সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছ।