মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রৌফাবাদ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন পূর্বক আলোচনা সভা রৌফাবাদ আওয়ামী যুবলীগের আহবায়ক মো: নুরুল করিব স্বপন বক্তব্যে বলেন হাজার বছরের ইতিহাসে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ছিল বাংলার প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম এবং বিজয়ের কাল। একুশে ফেব্রুয়ারি ১৯৫২ তে বাঙ্গালী ঘুড়ে দাঁড়িয়ে ছিল, তার পর একুশে রক্তাত্ব পথ বেয়ে বাঙ্গালী ৬২, ৬৬, ৬৯, ৭০ এবং ৭১ এর সিঁড়ি বেয়ে স্বাধীনতার বেদিতে উপস্থিত হয়েছিল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দাসত্বের শৃংঙ্খল ছিন্ন করে জাতিগত নিপীড়নের নিগর থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ জাবেদ আলম, মোঃ ফজলুল হক, ছাত্রলীগ নেতা সাগর আহম্মেদ, মোঃ জামশেদ, মোঃ জাকির হোসেন, যুবলীগ সদস্য কামরুদ্দীন, ইমাম উদ্দিন, মোঃ রাশেদ, মোঃ নাসিম, হৃদয় মাহমুদ বাদশা, মফিজুর রহমান খোকন, মোঃ রাজু, আবদুস সাত্তার, মোঃ রাজ, মোঃ মুন্না, জামাল উদ্দিন, আনু মিয়া, সোহেল সিকদার, মোঃ ইমতেয়াজ, মোঃ হীরা, মোঃ মামুন, মোঃ মিথুন, মোঃ রাজিব, মোঃ মাসুদ, মোঃ ইউসুফ, মোঃ রানা মোঃ জয়নাল, মোঃ দুলারা, নাদিম মাহমুদ নাঈম প্রমুখ।