আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চসিক প্রকৌশল বিভাগের সমন্বয় সভা আ জ ম নাছির- বার্ষিক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

দেশচিন্তা ডেস্ক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চসিকের চলমান বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন। প্রকল্পগুলোর সাথে সংসদ সদস্যদের সংশ্লিষ্টতা আছে। ডিসেম্বরে সংসদ সদস্যদের মেয়াদকাল শেষ হচ্ছে। এর আগেই হয়তো জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট অনেক সংসদ সদস্য এবার নির্বাচন নাও করতে পারেন। তাই স্বচ্ছতার স্বার্থে এডিপি প্রকল্পগুলো নির্বাচনের আগে শেষ করতে হবে। তিনি আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে প্রকৌশল বিভাগের ৩০ তম সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মাহফুজুল হক, কামরুল ইসলাম, মনিরুল হুদা। এতে কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। মেয়র আরো বলেন, আমি সকল উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত করে সৌন্দর্যবর্ধিত করণের মাধ্যমে ২০১৯ সালের মধ্যে নগরীতে দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। এজন্য আপনারা ঠিকাদারদের সাথে আলাপ আলোচনা করে দ্রুত প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নিবেন। তবে শেষ করার পূর্বে কাজের গুণগত মান যাতে বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করবেন। তিনি নগরীর মূল সড়কের পাশে কোন ময়লা-আবর্জনা স্তুপ করে না রাখার জন্য কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
সভায় প্রকেল্পর কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে ঠিকাদারদের সাথে সমন্বয় সভা করা, মন্ত্রণালয় থেকে পরবর্তী প্রকল্পের অনুমোদনের লক্ষ্যে শেষ করা চলমান প্রকল্পের আর্থিক প্রতিবেদন দাখিলে হিসাব বিভাগকে তাগিদ দেয়া, রুগ্ন প্রকল্পগুলোর কাজের অগ্রগতি জেনে তা দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ