
মুক্তিযুদ্ধকালীন ৭নং সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হকের ৪৭তম শাহাদাৎবার্ষিকী স্মরণ সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন শহীদ মেজর নাজমুল হক নিজের জীবন উৎসর্গ করে বাংলাদেশ বির্নিমানের অবদান রেখেছেন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে কোন অপশক্তির স্থান হবে না। যতই ষড়যন্ত্র হোক দেশকে উন্নয়নের ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।
শহীদ মেজর নাজমুল হক স্মৃতি সংসদ আয়োজিত আজ ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ মুক্তিযোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব। কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহেমদ রাশেদ, মুক্তিযোদ্ধা পাল্টু লাল সাহা, অধ্যক্ষ রেজাউল কবির চৌধুরী অধ্যক্ষ শেখ এ. রাজ্জাক রাজু, মুক্তিযুদ্ধের সন্তান জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার আশরাফী, ¯েœহজয় চৌধুরী টিটু, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা উপাধাক্ষ রতন কুমার দাশ, মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো: বাহাদুর আলম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা শামসুল হক, মুক্তিযোদ্ধা আবদুস সত্তার, হারুনুর রশিদ, মোহাম্মদ শেখ আবদুল্লাহ, নজরুল ইসলাম মোস্তাফিজ, দিলীপ সেন গুপ্ত, কাজী আইয়ূব, মোহাম্মদ শরিফ, মোশাররফ হোসেন, মাওলনা সোলায়মান প্রমুখ।