আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম আনোয়ারায় আলী রজা কানু শাহ(রা:) ওরশ মোবারকে হাজারো ভক্ত ঢল

আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফ বড় মিয়া রশিদ মঞ্জিলে হযরত শাহসূফী আলী রজা (কানু শাহ) (রা:) বার্ষিক পবিত্র ওরশ উপলক্ষে পবিত্র খতমে কোরআন, খতমে খাজাগান ও আউলিয়ায়ে কিরামের জীবনী আলোচনা এবং চেমা মাহফিল দরবারের সাজ্জাদানশীন মোহাম্মদ ইলিয়াছ রজা(মজিআ:) এর সভাপতিত্বে ১৫ জানুয়ারী দিনব্যাপী কর্মসূচী পালিত হয়। এতে উপস্থিত ছিলেন দরবারের অন্যতম শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া, মাওলানা মুহাম্মদ নেছার মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, শাহ আলী রজা (রহ.) আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল মনসুর রেজভী, মাওলানা আবদুল আলীম আলকাদেরী, মৌলানা নূর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা সোলেমান কাদেরী, মাওলানা আবদুর রশিদ, ওরশ পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ ফরিদ, মুহাম্মদ আজম, মুহাম্মদ আলী, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ আরফ আলী, মুহাম্মদ মানিক, আশরফ হোসেন সজীব, মুহাম্মদ মিজান, জয়নাল আবেদীন খোকন। সভাপতির বক্তব্যে পীরজাদা মুহাম্মদ ইলিয়াছ রজা (ম:জি:আ) বলেন, আল্লাহ প্রদত্ত রসুল(দ.) এর আদর্শের দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করেছিলেন আল্লাহর অলিগণ। একারণে আজ ধর্মপ্রাণ মানুষগণ অলি আল্লাহর দরবারে এসেই তাদের মনোবাঞ্চা পূরণে বিভিন্ন এবাদত বন্দেগীতে রত থাকেন। পথহারা বিপদগামী মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ায় আল্লাহর অলিগণের লক্ষ্য। ইসলামের শান্তির বানী নবী করিম (দ.) বিশ্ববাসীর কাছে সঠিকভাবে পৌছানোর কারণে পৃথিবীতে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হিসেবে তিনি সকল ধর্মের গুরুদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। তিনি আরো বলেন, আজকের দিনে যারা ইসলামকে নিয়ে বিভ্রান্তিতে লিপ্ত তারা প্রকৃতপক্ষে সঠিক ইসলামের অনুসারী নয়। তারা মূলত ইহুদী, নাসরা, ইসরাইল ও আফগান জঙ্গিদের এজেন্ট। তারাই আজ আমাদের মুসলিম অধ্যুষিত অসম্প্রদায়িক বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে জঙ্গী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত। এদের ব্যাপারে সজাগ থাকার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। পরিশেষে বিশ্ববাসীর শান্তি, কল্যাণ, অগ্রগতি ও উন্নতি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন পীরজাদা মুহাম্মদ ইলিয়াছ রজা (ম:জি:আ)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ