বাঁশখালী প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন বলেছেন- সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক মতানৈক্য পরিত্যাগ করতে হবে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশী-বিদেশী বিনিয়োগ বন্ধ হয়ে যাবে। তখন দেশের উন্নয়ণ অগ্রগতি থমকে দাড়াবে। স্বাধীনতার ৪৭ বছর অতিক্রম হলেও এদেশের মানুষ এখনো পর্যন্ত গণতান্ত্রিক সু-শাসন পায়নি। যে বা যারা ক্ষমতায় ছিল তারা সব সময় নিজেদের আধিপত্য বিস্তারে মগ্ন থাকার কারণে দেশ-জাতি এর সুফল থেকে বঞ্চিত ছিল। তিনি আসন্ন উপজেলা নির্বাচন যাতে গ্রহণযোগ্য এবং অর্থবহ হয় তার জন্য উপযুক্ত পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে পরিপূর্ণ ক্ষমতা প্রদানের আহ্বান জানান। তিনি ৬ জানুয়ারি বিকালে মিয়াবাজারস্থ একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম ১৬ বাঁশখালী উপজেলা নির্বাচনী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মৌলানা আবদুর রহিম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক মাওলানা হাফেজ আহম্মদ আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ছৈয়দ মনিরুল ইসলাম আশরাফী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এহসানুল হক, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, মাওলানা নাসির উদ্দিন, যুবসেনা নেতা মুহাম্মদ সাহাব উদ্দীন, মুহাম্মদ হুমায়ন কবির, মুহাম্মদ শহীদুল ইসলাম, খায়রুল বশর, ছাত্রসেনা নেতা মুহাম্মদ শওকত আলী, ইঞ্জি: মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ ইয়াসিন আরাফাত, মুহাম্মদ ইমরান খান, মুহাম্মদ জয়নাল আবেদীন, এইচ এম নেজাম উদ্দীন প্রমুখ। বক্তারা আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী নিশ্চিত করার জন্য ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।