
দেশচিন্তা ডেস্ক: মাত্র ১২০ টাকা খরচ করে অনলাইনে আবেদন করেই বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ জন তরুণ। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এ ১০ তরুণের হাতে যোগদানপত্র তুলে দেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান।
চাকরি পাওয়া ১০ জন তরুণ হলেন- শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, শাহরিয়ার নাজিম, ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং নুরুল আজাদ জিসান।
চাকরিতে সুযোগ পাওয়া হৃদয় বড়ুয়া ও শাখাওয়াত হোসেন বলেন, পুলিশের চাকরি করার বড় স্বপ্ন ছিল। পত্রিকায় পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করি। মাত্র ১২০ টাকা ফি-তে অনলাইনে আবেদন করে কনস্টেবলে সুযোগ পেয়ে যাবো, তা স্বপ্নেও ভাবতে পারেনি।
তারা বলেন, যদিও আগে বিভিন্ন লেনদেনের কথা শোনা যেত। কিন্তু আমরা কোনো ধরনের ঝামেলা ছাড়া সুযোগ পেয়েছি। আমাদের এ আনন্দ বলে বুঝানোর মতো না।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ১০ জন কনস্টেবল পদে চাকুরি পেয়েছেন। এটি সত্যি মিরসরাইবাসীর জন্য আনন্দের খবর। চাকরি পাওয়া তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে সততার সঙ্গে যেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।