দেশচিন্তা ডেস্ক: মাত্র ১২০ টাকা খরচ করে অনলাইনে আবেদন করেই বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ জন তরুণ। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) এ ১০ তরুণের হাতে যোগদানপত্র তুলে দেন মিরসরাই থানার ওসি আতিকুর রহমান।
চাকরি পাওয়া ১০ জন তরুণ হলেন- শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, শাহরিয়ার নাজিম, ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং নুরুল আজাদ জিসান।
চাকরিতে সুযোগ পাওয়া হৃদয় বড়ুয়া ও শাখাওয়াত হোসেন বলেন, পুলিশের চাকরি করার বড় স্বপ্ন ছিল। পত্রিকায় পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করি। মাত্র ১২০ টাকা ফি-তে অনলাইনে আবেদন করে কনস্টেবলে সুযোগ পেয়ে যাবো, তা স্বপ্নেও ভাবতে পারেনি।
তারা বলেন, যদিও আগে বিভিন্ন লেনদেনের কথা শোনা যেত। কিন্তু আমরা কোনো ধরনের ঝামেলা ছাড়া সুযোগ পেয়েছি। আমাদের এ আনন্দ বলে বুঝানোর মতো না।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ১০ জন কনস্টেবল পদে চাকুরি পেয়েছেন। এটি সত্যি মিরসরাইবাসীর জন্য আনন্দের খবর। চাকরি পাওয়া তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে সততার সঙ্গে যেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.