আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়রের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যান হিডালগো সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে মেয়র এসে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস জানান, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন হবে ভিত্তিপ্রস্তরস্বরূপ, যা দেশের গণতন্ত্রকে নতুন যুগে প্রবেশ করাবে।’

অলিম্পিক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, কার্বন নিরপেক্ষ হতে হবে।

প্যারিসের মেয়র অ্যান হিডালগো অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমি আপনার নেতৃত্বকে শ্রদ্ধা করি। আপনি অসাধারণ কাজ করেছেন।’

উভয় নেতা দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবিক প্রচেষ্টায় সহায়তা করার জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

মেয়র হিডালগো বিশ্বজুড়ে শরণার্থী শিবিরগুলোতে উন্নত জীবনযাত্রার অবস্থার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, রোহিঙ্গা জনগণ একদিন নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকটের ওপর একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার লক্ষ্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর শরণার্থী পরিস্থিতির ওপর বিশ্বব্যাপী মনোযোগ পুনরুজ্জীবিত করা।

তিনি মেয়র হিডালগোকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ