
দেশচিন্তা ডেস্ক: ০৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ ঘাসিয়ার পাড়া যুব সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ঘাসিয়ারপাড়া যুব সংঘের দলীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে যুব সংঘের সকল সদস্যগণ অংশগ্রহণ করেন।
নির্বাচনে সাধারন সদস্যগণের প্রত্যক্ষ ভোটে মো: বেলাল হোসেন কে আহ্বায়ক এবং মো: শহিদুল আলম জাসেদ কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এতে মো: হাসান মুরাদ, মো: শাহাদাত হোসেন রাজু, মো: রাশেদ যুগ্ম আহ্বায়ক এবং আবু সাইদ রনি, মো: হোসাইন, মো: হাসান যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হন।
এছাড়াও মো: নুরুজ্জামান বাবলু, সৈয়দুর রহমান, মো: আজাদ,মো: আরিফুল ইসলাম সাজ্জাদ, মো: নজরুল ইসলাম লান্টু সদস্য নির্বাচিত হন।
নির্বাচনে নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এম এ নাছের, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাহেদ দায়িত্ব পালন করেন।