দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার, মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক আবু জাফরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে নগরীর বাইশ মহল্লাস্থ চৈতন্যগলি কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। জিয়ারতকালে মেয়র মরহুমের রূহের মাগফেরত কামনা করে মুনাজাত ও তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করন। এ সময় তিনি ক্রীড়াঙ্গন ও সমাজসেবায় প্রয়াত আবু জাফরের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তখন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জহুর আহম্মদ চৌধুরী, সালাউদ্দীন ইববে আহমেদ, আব্দুল মান্নান কন্ট্রাক্টর, আব্দুল নোমান, মো. সানাউল্লাহ, হাসান রাজু, মরহুম আবু জাফরের সন্তান মাসুদুর রহমান ও আমিনুল হক বাবু প্রমুখ মেয়রের সাথে ছিলেন।
পড়েছেনঃ ৪৮৬