দেশচিন্তা নিউজ ডেস্ক:
বিজয়৭১’র সভাপতি অ্যাডভোকেট নিলু কান্তি দাশ নিলমণি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেলের সঞ্চালনায় সংগঠনের নিজ কার্যালয়ে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে বীর চট্টলার ‘বিজয় উৎসব’ উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বীর চট্টলার ‘বিজয় উৎসব’ উদযাপন ও বিজয় ৭১’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আগামী ৭ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত সবার সম্মতিক্রমে মোঃ জসিম উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক ও ডা. জামাল উদ্দিনকে সদস্য সচিব করে ১০১ জন বিশিষ্ট উদযাপন পরিষদ আহ্বায়ক কমিটি ও উপ কমিটি গঠন করা হয়। উপ-কমিটিতে বোরহানউদ্দিন গিফারীকে সাংগঠনিক উপ-পরিষদ, সৈয়দা শাহানারা বেগমকে আপ্যায়ন উপ-পরিষদ, লিয়াকত আলী চৌধুরী মাসুদকে প্রচার উপ-পরিষদ,ডা. এস কে পাল সুজন কে স্বেচ্ছাসেবক উপ-পরিষদ, লায়ন এম আবু সালেহকে দপ্তর উপ-পরিষদ, জনি বড়–য়া কে সাংস্কৃতিক উপ-পরিষদ, রাজিব চক্রবর্তীকে অর্থ উপ-পরিষদ, রোজী চৌধুরীকে মহিলা উপ-পরিষদ ও দিলরুবা খানম ছুটিকে মঞ্চ পরিচালনা উপ-পরিষদের দায়িত্ব বন্টন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সজল চৌধুরী, মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, জসিম উদ্দিন চৌধুরী, পরিমল দত্ত, ডা. সুভাষ চন্দ্র সেন,স ম জিয়াউর রহমান, লায়ন এম আবু সালেহ, ডা. কামাল উদ্দিন, আহমেদ গানিউল আলম তালুকদার, কুতুব উদ্দিন রাজু,এস ডি জীবন,এইচ এম ওসমান সরোয়ার, বেলাল হোসেন উদয়ন, নেপাল চৌধুরী প্রমুখ।