দেশচিন্তা নিউজ ডেস্ক:
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডির্বেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ‘‘পার্লামেন্টারী ডিবেট’’ বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা ডিবেটিং সোসাইটির সভাপতি ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ এর সভাপতিত্বে ১৩ নভেম্বর, বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুরু হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি চট্টগ্রাম এর সাংগঠনিক সম্পাদক কাজী আরাফাত, দৃষ্টি চট্টগ্রাম এর সহকারী সম্পাদক রিদোয়ান আলম, আইন বিভাগের প্রভাষক রিদোয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পার্লামেন্টারী ডিবেট কর্মশালায় আরো বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির সদস্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শুভাশীষ ঘোষ, ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক নওরীন আফরিন এবং ইংরেজী বিভাগের প্রভাষক ঝিনুফার ইয়াছমিন প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, “পড়ালেখার পাশাপাশি বিতর্ক, খেলাধুলা, সংস্কৃতি চর্চা একজন মানুষকে মননশীল করে তুলে। যুক্তি নির্ভর তর্ক মানুষকে তার ভূল সংশোধনের সুযোগ করে দেয়। সংসদে সরকারী দল ও বিরোধী দলের তর্ক সংসদকে প্রানবন্ত করে তুলে আর এ দু’ দলের যুক্তি তর্ক জনগন এবং দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। আজকের এই কর্মশালা আগামী দিনের জন্য দক্ষ পার্লাামেন্টারিয়ান তৈরী করবে বলে আমি আশা করছি। আইন বিভাগের প্রভাষক রিদোয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন।