দেশচিন্তা নিউজ ডেস্ক:
আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া’র আয়োজনে “তাজকিয়া ইয়ুথ লিডারশীপ ডেভলপমেন্ট এক্টিভিটি ২০১৮” কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর জোনের দিনব্যাপী কর্মশালা ৯ নভেম্বর শুক্রবার তাজকিয়া সকালে সভাপতি এইচ, আর, মেহেবুব এর সভাপতিত্বে চট্টগ্রাম বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সম্মানিত সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সাবেক পরিচালক শওকত ওসমান, দৈনিক সমকালের সিনিয়র সাব-অডিটর নাসির উদ্দীন হায়দার, বিকেএমইএ এর যুগ্ম সচিব আলতাফ হোসেন, তাজকিয়া সাধারণ সম্পাদক আরেফিন রিয়াদ। উক্ত কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। “নেতা ও নেতৃত্ব” নিয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার(বিওয়াইএলসি) এর কারিকুলাম ডেভলপমেন্টের ইন্সট্রাক্টর মোঃ নিয়ামত উল্লাহ গালিব,“আত্মশুদ্ধি অর্জনে করণীয়” নিয়ে বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, “ফ্রিল্যান্সিং” নিয়ে ফ্রিল্যান্সার মোঃ ফরহাদ হোসেন, “হ্যাবিট-ফোকাস-চেইঞ্জ ও উদ্যোক্তা উন্নয়ন” নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক মীর মোঃ তরিকুল আলম, “সফলতার গল্প” নিয়ে মাইডাস সেইফটি কর্পোরেশনের সম্মানিত কান্ট্রি জেনারেল ম্যানেজার মঈনুল হোসাঈন, “কর্পোরেট ক্যারিয়ার কাউন্সিলিং” নিয়ে আরামিট সিমেন্ট লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) মীর মঈনুদ্দীন আহমেদ কর্মশালা পরিচালনা করেন। অনুষ্ঠানের শুরুতে তাজকিয়া হাটহাজারী জোনের আহবায়ক মোঃ ফয়েজুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ রফিকুল ইসলাম, জাতীয় সংগীত পরিবেশন করেন তাজকিয়া সদস্য কাজী ইরফানুল হক বায়েজিদ, সাজিদ হোসাইন ছোটন, মোঃ ইসমাঈল হোসেন, ও সৈয়দ সা’দ উদ্দীন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোঃ জয়নাল আবেদীন। এরপর সম্মানিত উদ্বোধক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন এবং উক্ত দিনব্যাপী কর্মশালার শুরুতেই অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে তিনি বলেন “নেতৃত্বের জন্য দেশপ্রেম, সততা আবশ্যক। নেতৃত্ব দিতে গেলে সৎ সাহস লাগবে, হেরে গিয়ে বসে থাকলে হবে না, দুর্ভেদ্য দেয়াল ভেঙ্গে বেরিয়ে আসতে হবে, জয় করতে হবে পুরো বিশ্ব। “তাজকিয়া ইয়ুথ লিডারশীপ ডেভলপমেন্ট এক্টিভিটি ২০১৮” কর্মশালাটি মূলত তরুণদের মেধা বিকাশ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তাজকিয়ার একটি নিয়মিত কার্যক্রম। এতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া এতে আরো উপস্থিত ছিলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট প্রতিনিধি জনাব নুরুল মোস্তফা, সাংবাদিক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, তাজকিয়া সহ-সভাপতি সৈয়দ আরিফ মঈনুদ্দীন, তাজকিয়া সহ-সভাপতি রিয়াজ উদ্দীন, তাজকিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালেহ সুমন, তাজকিয়া অর্থ ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, তাজকিয়া প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জয় সহ টিলডা আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ ও তাজকিয়ার বিভিন্ন জোনাল কমিটির সদস্যবৃন্দ। কর্মশালার শেষে প্রশ্ন-উত্তর পর্ব ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে তাজকিয়া সভাপতি এইচ,আর, মেহেবুব ব্যর্থতার ভয়কে জয় করে স্বপ্ন পূরণের পথে আত্মপ্রত্যয়ী হওয়ার আহবান জানিয়ে এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে উক্ত কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।