আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টেকনাফ উপকূলে আবারও জেলে অপহরণ, আরাকান আর্মির কবলে ১২ জন

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে আরও ১২ জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে শাহপরীরদ্বীপের দক্ষিণে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শাহপরীরদ্বীপ ডেইলপাড়া এলাকার সুলতান মাঝির মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফিরছিল। পথিমধ্যে নাইক্ষ্যংদিয়া নামক স্থানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দুটি স্পিডবোট নিয়ে এসে ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়।

আটক হওয়া জেলেদের মধ্যে রয়েছেন, মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), রাসেল (২৩), সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং আরও একজন বালুখালী এলাকার জেলে।

শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, মাছ শিকার শেষে ঘাটে ফেরা অন্য জেলেরা ঘটনাটি নিশ্চিত করেছেন। এতে উপকূলের জেলেদের মধ্যে নতুন করে ভীতি ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “বারবার সতর্ক করার পরও জেলেরা ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় প্রবেশ করছে। এবারও নাইক্ষ্যংদিয়া সীমান্ত থেকে ১২ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিষয়টি আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি এবং তাদের ফেরত আনার চেষ্টা চলছে।”

স্থানীয় জেলেরা বলছেন, প্রায়ই সীমান্তবর্তী জলসীমা থেকে অপহরণের ঘটনা ঘটছে। এতে সমুদ্রগামী জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং মাছ শিকারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

এর আগে চলতি মাসে ৫ আগস্ট নাফনদীর নাজিরপাড়া থেকে ২ জেলে এবং ১২ আগস্ট আরও ৫ জেলেকে ধরে নিয়ে যায় একই গোষ্ঠী। এক মাসে মোট ১৯ জন জেলে অপহরণের শিকার হয়েছেন আরাকান আর্মির হাতে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ