আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নারীর মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

দেশচিন্তা ডেস্ক: রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ অডিটোরিয়ামে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা তৈরি করতে গঠিত সংগঠন ইনসাফ-এর আত্মপ্রকাশমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক বলেন, ‘নারীর অধিকার ও মর্যাদা রক্ষা করা ইসলামের শিক্ষা। সমাজে অধিকার প্রদানের ভারসাম্য বজায় রাখতে হবে। কেবল নারী নয়, পুরুষও তার অধিকার পাবে; শ্রমিক যেমন অধিকারী, মালিকও অধিকারী। ইনসাফ যেহেতু একটি ইসলামী সংগঠন, তাই অমুসলিমরাও তাদের প্রাপ্য অধিকার এখান থেকে বুঝে পাবে।’

সভাপতির বক্তব্যে ইনসাফ-এর সভাপতি, বিশিষ্ট আলেম ও সিনিয়র মুহাদ্দিস মুফতি মাহমুদুল হাসান বলেন,

কেবল ওলামায়ে কেরাম নয়, সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়েই নারীর অধিকার প্রতিষ্ঠা ও গণসচেতনতা তৈরিতে কাজ করবে ইনসাফ।

সংগঠনের পরিচিতিমূলক বক্তব্য প্রদান করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা আব্দুল গাফফার। তিনি বলেন, ‘নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতার জন্য ইনসাফ গঠিত হয়েছে। নারীর অধিকার প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন, আমরা তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।’

সেমিনারে ‘নারীর অধিকার ও মর্যাদা: বাস্তবতা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ-এর সাধারণ সম্পাদক, শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার। প্রবন্ধে তিনি বলেন, ‘সমাজে নারীরা আর্থিক বঞ্চনা ও শারীরিক সহিংসতার শিকার হচ্ছেন। ইসলামের শিক্ষা ছড়িয়ে দিয়ে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’

এছাড়া বক্তব্য দেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান ড. এবিএম হিজবুল্লাহ, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, এডিআইজি (অব.) নাজিবুর রহমান, বুয়েট-এর প্রফেসর ড. লুতফুল কবীর, মাকতাবাতুল আশরাফের সত্ত্বাধিকারী মাওলানা হাবিবুর রহমান খান

বক্তারা বলেন, নারীর অধিকার রক্ষায় বিবাহ-পূর্ব প্রশিক্ষণ, দাম্পত্য জীবনের কাউন্সেলিং, তালাক ও পরকীয়ার বিষয়ে গণসচেতনতা, পুলিশ-প্রশাসনসহ সবক্ষেত্রের সহযোগিতা প্রয়োজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ