আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে ২৩৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারে অভিনব কায়দায় পেটের মধ্যে ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২৩ আগস্ট) রাত ১২ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই তথ্য জানায়।

আটক ওই যুবকের নাম মোঃ আব্দুল্লাহ (২০)। সে লেদা এলএমএস-২৪ ব্লক-সি ক্যাম্পের বাসিন্দা।

আইএসপিআর জানায়, শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে শহরের কলাতলী এলাকায় দেশের চলমান যৌথ মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেটের মধ্যে মাদক পাচারকালে ২ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করে।

পরবর্তীতে তাকে আর্মি ক্যাম্প (৯ইবি)-তে এনে পেট থেকে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা ট্যাবলেট বের করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মাদক পাচার চক্রটি দীর্ঘদিন ধরে একই রকম অভিনব কায়দায় কক্সবাজার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল। এই চক্রটিকে ধরতে গোয়েন্দা নজরদারি চলমান ছিল। তারই ধারাবাহিকতায় আজ এই মাদক কারবারি চক্রটিকে সেনা গোয়েন্দা নজরদারি মাধ্যমে ধরা সম্ভব হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ