
শহিদুল ইসলাম শহিদ (প্রতিনিধি) থানচি বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্টিত হয়েছে ৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় থানচি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম (মৃদল) এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মার্মা,উপজেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন,থানচি কলেজ অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা ।
সভায় উপজেলা চেয়ারম্যান উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জন্য ডরমেটরি ভবন, তার কাজ ধীরে চল নিতির কারনে তিনি উপজেলা প্রশাসনের যে ডরমেটরি নির্মানে কাজ তা দ্রুত শেষ করার উপর সভায় গুরুত্ব দেওয়া হয় ।
থানচি থানার এস আই অনুপ দে ,রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মার্মা (রনি) ,তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মার্মা, বলিপাড়া ইউপি চেয়ারম্যান প্রতিনিধি বলিপাড়া সদর ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি এমরান হোসেন,যুব উন্নয়ন অধিপ্তরের ক্রেডিট সুপারভাইজার সেলিম রেজা ,থানচি সদর ইউনিয়নের সদর ওয়ার্ডের মেম্বার চাইসিংউ মার্মা সহ আরো অনেকে ।