
কক্সবাজারের পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নের শতাধিক গ্রামীণ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর, বারবাকিয়া, মগনামা, উজানটিয়া, টৈটং, শিলখালী ও রাজাখালীর অনেক সড়কে বছরের পর বছর কোনো সংস্কার হয়নি। কোথাও ইট উধাও, কোথাও কাঁচা মাটির রাস্তায় বর্ষায় চলাচল অসম্ভব হয়ে পড়ে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দ্রুত সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা।
পড়েছেনঃ ১১