
কক্সবাজারের উখিয়ায় খালে মাছ শিকারে গিয়ে মো. হাসেম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে রেজুখালের লম্বরী মোহনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন।
হাসেম উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার বাসিন্দা আবদুল আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রেজুখালের লম্বরী মোহনা এলাকায় প্রতিদিনের মতো মাছ ধরতে যান হাসেম ও তার চাচা-সম্পর্কিত আবুল হাছিম (৫২)। এ সময় হঠাৎ পানির স্রোতে পড়ে হাসেম নিখোঁজ হন। এর কিছুক্ষণ পর তার মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, খালের পানির স্রোত তীব্র থাকায় হঠাৎ ডুবে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়েছেনঃ ২০