আজ : শনিবার ║ ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে সফর, ১৪৪৭ হিজরি

উখিয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

উখিয়া সংবাদদাতা: কক্সবাজার উখিয়ার রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ৩৪ বিজিবি।

সোমবার (১১ আগস্ট) বেলা ১২টায় সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং নারীকে আটক করা হয়।

আটক নারীর নাম আয়েশা বেগম। তিনি রামুর দক্ষিণ খুনিয়াপালং এলাকার বদি আলমের স্ত্রী।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, ওই নারীর সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক নারীকে ইয়াবা ও অন্যান্য জব্দ করা মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হচ্ছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ