আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম দোহাজারীতে নতুন ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি নজরুল

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :

রেলমন্ত্রী মুজিবুল হক আনুষ্ঠানিকভাবে পটিয়াতে দোহাজারী পর্যন্ত আরও ৩ জোড়া ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর চন্দনাইশ দোহাজারীতে এসে পৌঁছলে আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
আজ ৩ নভেম্বর দুপুরে আখেরী ষ্টেশনে নতুনভাবে আরও ৩ জোড়া ট্রেন চালু উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, তৎকালীন যোগাযোগমন্ত্রী এ দেশের মানুষের অধিকার হরণ করে। ৪ জোড়া ট্রেন থেকে ১ জোড়ায় নামিয়ে আনে। দীর্ঘ প্রতিক্ষার পর বর্তমান সরকারের রেলমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের সদ ইচ্ছার কারনে পূর্বের ১ জোড়া ট্রেনের সাথে আরও ৩ জোড়া ট্রেন চালু করা হয়েছে। এ এলাকার সাধারণ মানুষের যোগাযোগের সুবিধার্থে। রেললাইন সংস্কারের কাজও এগিয়ে চলছে। এ লাইনটি পর্যটন নগরী কক্সবাজার হয়ে ঘুমধুম-মিয়ানমার থেকে চায়নার সাথে সংযুক্ত হবে। ইতিমধ্যে কক্সবাজার রেললাইনের সংস্কার কাজ শুরু হয়েছে। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন দক্ষিণ আ.লীগের সহ-সভাপতি এমএ সায়েদ, আ.লীগ নেতা যথাক্রমে আবদুল্লাহ আল নুমান বেগ, নবাব আলী, সেলিম উদ্দিন, মেম্বার জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, যুবলীগ নেতা এসএম মুছা তসলিম প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ