নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :
রেলমন্ত্রী মুজিবুল হক আনুষ্ঠানিকভাবে পটিয়াতে দোহাজারী পর্যন্ত আরও ৩ জোড়া ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর চন্দনাইশ দোহাজারীতে এসে পৌঁছলে আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
আজ ৩ নভেম্বর দুপুরে আখেরী ষ্টেশনে নতুনভাবে আরও ৩ জোড়া ট্রেন চালু উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, তৎকালীন যোগাযোগমন্ত্রী এ দেশের মানুষের অধিকার হরণ করে। ৪ জোড়া ট্রেন থেকে ১ জোড়ায় নামিয়ে আনে। দীর্ঘ প্রতিক্ষার পর বর্তমান সরকারের রেলমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের সদ ইচ্ছার কারনে পূর্বের ১ জোড়া ট্রেনের সাথে আরও ৩ জোড়া ট্রেন চালু করা হয়েছে। এ এলাকার সাধারণ মানুষের যোগাযোগের সুবিধার্থে। রেললাইন সংস্কারের কাজও এগিয়ে চলছে। এ লাইনটি পর্যটন নগরী কক্সবাজার হয়ে ঘুমধুম-মিয়ানমার থেকে চায়নার সাথে সংযুক্ত হবে। ইতিমধ্যে কক্সবাজার রেললাইনের সংস্কার কাজ শুরু হয়েছে। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন দক্ষিণ আ.লীগের সহ-সভাপতি এমএ সায়েদ, আ.লীগ নেতা যথাক্রমে আবদুল্লাহ আল নুমান বেগ, নবাব আলী, সেলিম উদ্দিন, মেম্বার জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, যুবলীগ নেতা এসএম মুছা তসলিম প্রমূখ।