আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের জনগণ এখন চাই জামায়াতে ইসলামী ক্ষমতায় অধিষ্ঠিত হোক -অধ্যাপক আহসান উল্লাহ

বাংলাদেশের জনগণ এখন চাই জামায়াতে ইসলামী ক্ষমতায় অধিষ্ঠিত হোক। ১৭ বছর ফ্যাসিস্ট বাহিনী জুলুম নির্যাতন চালিয়েছে। ইসলাম, মুসলমান ও আলেমসমাজকে চারিদিকে নিন্দিত বানিয়ে রেখেছে। স্বৈরাচারী হাসিনা নাকি পালায়না, কিন্তু পালানোর সময় কাউকে পাইনি। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসন (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ এসব কথা বলেন।

 

১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বিকাল ৩ টায় দোহাজারীস্থ সাঙ্গু কনভেনশন হলে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর জাফর সাদেক।

 

এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বায়তুলমাল সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, সাবেক কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সাইফুদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আইয়ুব আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি নাছির উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ আরমান, উত্তর সাতকানিয়া সাংগু সাংগঠনিক থানার সাবেক আমীর ডা: আব্দুল জলিল, চন্দনাইশ উপজেলার আমীর মুহাম্মদ কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাংগু থানার আমীর মাস্টার সিরাজুল ইসলাম।

 

দায়িত্বশীল সমাবেশে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহাদত হোসাইন এর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

উত্তর সাতকানিয়া সাংগঠনিক (সাংগু) থানার সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দারসুল কুরআন পেশ করেন অধ্যাপক আমীরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি সাংবাদিক আবুল বশর সিদ্দিকি, চন্দনাইশ উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাস্টার নুরুল হুদা প্রমুখ।

দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জনগণকে সাথে নিয়ে আমরা ডা. শাহাদাত কে (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) ১৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত করবো ইনশাআল্লাহ। অতীতে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও কমিউনিজমের শাসনে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। এখন জামায়াতে ইসলামীকে নির্বাচনের মাধ্যমে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও কোরআনের রাজ কায়েম হলেই দেশে শান্তি ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ