আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার এর দ্বিতীয়দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠছে মেলা প্রাঙ্গন

অর্থনীতি ডেস্ক : আবাসন খাতের উদ্যোক্তাদের আয়োজনে রিহ্যাব ফেয়ার থেকে ক্রেতারা তাঁর পছন্দ মতো ফ্ল্যাট ও কাঙ্খিত প্লটের বুকিং দিতে পারছেন। মেলায় কেউ কেউ কিনে নিচ্ছেন রেডি ফ্ল্যাট। এক ছাতার নিচে সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় রিহ্যাব ফেয়ার ঘিরে ক্রেতা- বিক্রেতাদের সব সময় বাড়তি আগ্রহ রয়েছে। চট্টগ্রামে আবাসন ফেয়ার নিয়ে খুশি ক্রেতা-বিক্রেতারা। মেলা উপলেক্ষ ফ্ল্যাট ও প্লট বুকিংয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ঢাকার মত চট্টগ্রামেও সবচেয়ে বেশি চাহিদা মাঝারি সাইজের ফ্ল্যাটের।

 

বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এ অনুষ্ঠিত মেলায় প্রথম বারের মত আগত ক্রেতাদের শিশুদের জন্য মনোরোম কিডস জোন এর ব্যবস্তা করা হয়েছে। ফলে আজ ১৪ ফেব্রুয়ারি ছুটি দিন শুক্রবার শেষ বিকেলে অনেক ক্রেতা তাদের শিশুদের নিয়ে মেলায় আসেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

 

চার দিনব্যাপী আবাসন খাতের এ মেলা চলবে ১৬ ফেব্রুয়িারি পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। টিকিটের রাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার।
মেলায় গোল্ড স্পন্সর হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী ও উইকন প্রপার্টিজ লি:। মেলা উপলক্ষে বুকিং দিলেও ক্রেতার জন্য বিশেষ ছাড় দিচ্ছে তারা। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট (সিপিডিএল) এবং ইপিক প্রপার্টিজ লিমিডেট। উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, মধ্য ও উচ্চবিত্ত সব ধরনের ক্রেতাদের জন্য ফ্ল্যাট রয়েছে তাদের বিভিন্ন প্রকল্পে। মেলায় তারা ভালো লিড পাবেন এমন আশা তাদের।

রিহ্যাব পরিচালক এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় অংশ নেওয়ার তার প্রতিষ্ঠান সিকিউর প্রপার্টি ম্যানেজেমেন্ট লিমিডেট। তিনি জানান মেলায় অধিকাংশ ক্রেতা মাঝারি সাইজের ফ্ল্যাট এর খোঁজ নিচ্ছেন।

 

রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার এর প্রতিষ্ঠ্যান আর এফ বিল্ডার্স লিমিটেড। কক্সবাজারে রেডি স্টুডিও এ্যাপার্টমেন্ট নিয়ে এসেছেন তিনি। মেলায় পজিটিভ সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন আবাসন খাত নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। বৈষম্যমূলক ড্যাপ সংশোধন হলে মেলার মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা তার। সংবাদ বিজ্ঞপ্তি।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ