
ফারুকুর রহমান বিনজু, প্রতিনিধি (পটিয়া) চট্টগ্রাম : পটিয়ায় অপারেশন ডেবিল হান্টের সাড়াশি অভিযানের কার্যক্রম শুরু করেছেন পটিয়া থানা পুলিশ।উক্ত সাড়াশি অভিযানে পুলিশ গত ১১ই ফেব্রুয়ারী রাতে উপজেলার পূর্ব কোলাগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে মফিজুর রহমানের ছেলে মো:মহিউদ্দিন(৩৫) কে গ্রেপ্তার করেন।সে কোলাগাঁও ইউনিয়নের যুবলীগের নেতা। একই রাতে জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে ফরিদুল আলম(৩৬)কে গ্রেপ্তার করেন। সে উক্ত ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
১২ ফেব্রুয়ারী উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে রাতে এক সাড়াশি অভিযান চালিয়ে ২নং ওয়ার্ডের মনির আহমদ চেয়ারম্যান বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আওয়ামী লীগের নেতা মাসুদ পারভেজ(৪১) কে গ্রেপ্তার করে পুলিশ।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, এরা জুলাই গন অভ্যুর্থানের পরর্বতী হামলার মামলায় অভিযুক্ত আসামি,এদেরকে শীগ্রই আদালতে সোর্পাদ করা হবে।