
ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি:
পটিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকীম রানার পরিচালনায় সাধারণ ও কার্যকরী কমিটির যৌথ সভা সংগঠনের অস্থায়ী কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার অনুস্টিত সভায় বক্তব্য দেন কার্য্যনির্বাহী সদস্য এস এম এ কে জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, প্রচার ও প্রকশনা সম্পাদক শফিউল আজম,দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন,কার্যনির্বাহী সদস্য নুরহোসেন,আহমদ উল্লাহ,ফারুকুর রহমান বিনজু, কামরুল ইসলাম, সদস্য সুজিত দত্ত, এস এম রহমান, সাধারণ সদস্য শাহজাহান, ওবায়দুল হক পিপলু প্রমুখ।
সভায় পটিয়া প্রেসক্লাবের গঠন তন্ত্র অমান্য করে দুই ব্যক্তি আবেদিত কয়েকজনকে নিয়ে একটি তথা কথিত কমিটি গঠনের অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে পটিয়া প্রেসক্লাব বিগত তিনটি সভায় ধারাবাহিকতায় আগামী মাসে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় ক্লাবের কার্যনির্বাহী সদস্য এস এম এ কে জাহাঙ্গীরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদানকরা হয়।