
পটিয়া প্রতিনিধি:
গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ধরা পড়েন তাহেরা বেগম (৪৪)নামের এক ভূয়া মহিলা ডাক্তার। গত ৯জুলাই পটিয়া উপজেলার শান্তির হাট বাজারের হাজী মার্কেটের ২য় তলায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করতে গিয়ে ভূয়া মহিলা ডাক্তারের চেম্বার সন্ধান পান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট প্লাবন কুমার বিলাস।
তিনি জানান বি এম ডি সির ডাক্তারী সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগে ভূয়া ডাক্তার তাহেরা বেগমকে ১লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের চেম্বার আর খুলবেনা বলে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
স্হানীয়রা জানান তিনি দুই বছর ধরে এই এলাকায় প্রসুতি ও শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে সাইনবোর্ড লাগিয়ে ভূয়া চিকিৎসা সেবা দিয়ে আসছেন।তাহেরা বেগম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের সাততেঁতেরা গ্রামের মৃত নুরুজ্জামানের মেয়ে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সাজ্জাদ ওসমান, স্যানিটারী ইন্সপেক্টর মু:শাহে এমরান, ভূমি অফিসের পেশকার সুদীপ্ত দাশ, পটিয়া থানার উপপরিদর্শক ইয়াছিন মাহমুদ।