আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বান্দরবান থানচি সড়কে বুয়েট এর গাড়ি গভির খাদে আহত ছয় নিহত ৩

শহিদুল ইসলাম শহিদ, (থানচি), বান্দরবন:
থানচি বান্দরবানঃ বান্দরবান থানচি সড়কের জিবন নগর এলাকায় একটি নোহা গাড়ি গভীর খাদে পড়ে নিহত হয় দুইজন।
২৬ মে সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনার খবর পাওয়া যায় খবর পেয়ে তাৎক্ষনিক ৩৮ বিজিবি টহল দল,থানচি থানা পুলিশ,ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে ছুটে যান।
আহতদের আহতদের ৩৮ বিজিবি বলিপাড়া জোনে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান হাসপাতালে প্রেরণ করেছেন এই রির্পোট লেখার আগ পর্যন্ত আহতদের মধ্যে একজন দুর্ঘটনাস্থলে অপর দুইজন বান্দরবান হাসপাতালে মৃত্যুর খবর পাওয়া গেছে।
কথা হয় আহতদের একজন মোঃআব্দুল মালেক (৫২) তিনি বলেন আমরা ড্রাইভারসহ ৯জন ঢাকা বুয়েট থেকে নিরাপত্তা বিভাগে কর্মরত আমরা থানচিতে আসার পথে গাড়ি হটাৎ করে পড়ে যায় আমি কেমনে যে আছি তা বলতে পারিনা বাকিরা কেমন আছে কোথায় আছে জানিনা তিনি মোঃআব্দুল মালেকসহ যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন মোঃঅহিদ,মোঃরাকিব,মোঃফয়সালসহ ৪ জন বিজিবিতে চিকিৎসা নিয়েছে।
এই বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমে নিয়োজিত মনিরুল ইসলাম থেকে জানতে চাইলে তিন বলেন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শেষ হয়েছে তবে কতজন আহত নিহত হয়েছে তা বিস্তারিত জানা যাবে উদ্ধার অভিযান থেকে ফিরে আসলে স্যার থেকে বিস্তারিত জানা যাবে।
এই বিষয়ে থানচি থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় প্রতিনিধিকে বলেন খবর পেয়ে থানা পুলিশ উদ্ধার কার্যক্রমে যোগদেন এখন পর্যন্ত দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
৩৮বিজিবি বলিপাড়া জোন কমান্ডার খন্দকার শরীফুল আলম সাংবাদিকদের বলেন দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে বিজিবি টহল দল উদ্ধারে অংশগ্রহন করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবানে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে, বিজিবি সব সময় সিমান্তের অতন্দ্র প্রহরীর পাশাপাশি মানবতার কল্যাণে চিকিৎসা সেবায় নিয়োজিত আমাদের এই জোনে এমআর আই রুম আছে যেখানে সবসময় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ