
এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার গত ৯ মে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র রেজিস্ট্রার পদে যোগ দিয়েছেন। ইতিপূর্বে তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার পদে সাত বৎসর কর্মরত ছিলেন। রেজিস্ট্রারসহ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিভিন্ন পদে তিনি ১৯ বৎসর কর্মরত ছিলেন। অর্থনীতির উপর এমএসএস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর এমবিএ ডিগ্রিধারী জনাব আখতারুজ্জামান কায়সারের জন্ম সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে সমভ্রান্ত এক মুসলিম পরিবারে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল বাবুদ চরতি ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বর্তমানে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। একসময়ের তুখোড় ছাত্রলীগ নেতা ও সংগঠক এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার পেশাগত জীবনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি সাতকানিয়া আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের বর্তমান, চরতি দুরদুরি উচ্চ বিদ্যালয়ের সাবেক গভর্ণিং বডির সদস্য। তিনি শহীদ বুদ্ধিজীবী রায়সাহেব কামিনী কুমার ঘোষ স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, কিডনি রোগীকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ।