আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চাক্তাই-খাতুনগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ ইউনুছ কেরানিকে গ্রেফতারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর চাক্তাই-খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি ও পরিবহন শ্রমিক নেতাদের উপর হামলাকারী চিহ্নিত চাঁদাবাজ, চাক্তাই খাতুনগঞ্জে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত পুলিশের সোর্স ইউনুছ কেরানিকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে পরিবহন শ্রমিকেরা। চাঁদাবাজ ইউনুছ কেরানিকে গ্রেফতার করা না হলে চাক্তাই-খাতুনগঞ্জে কোন ধরণের মালবাহী ট্রাক শ্রমিকেরা কর্মবিরতী পালন করবেন। একই সাথে চাক্তাই শিল্প ও বণিক সমিতির কেরানির পদটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। সমিতির পদ থেকে অপসারণের দাবি জানান। ৮ হাজার টাকা মাসিক বেতনের চাকুরী হলেও বর্তমান ইউনুছ কেরানি নগরীর বাকলিয়া এবং পটিয়া আশিয়া এলাকায় বিলাসবহুল বাড়িসহ প্রায় ৫ কোটি অবৈধ টাকার মালিক। সেমাবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পরিবহন শ্রমিকেরা মানববন্ধনে উপরোক্ত কথাগুলো বলেন। মানববন্ধনে চাক্তাই শিল্প ও বণিক সমিতির কেরানি ইউনুছের নেতৃত্বে সিকিউরিটি গার্ডের মাধ্যমে পণ্যবাহী প্রতি ট্রাক ৩শ থেকে ৫শ টাকা চাঁদা। দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজির করে আসছে। চাঁদাবাজির প্রতিবাদ করায় বৃহস্পতিবার দুপুরে ইউনুছ কেরানির নির্দেশে সিকিউরিটি গার্ডরা ট্রাক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও পরিবহন শ্রমিক নেতা নুরুল হকের উপর হামলা চালায়। চাঁদাবাজির ঘটনায় বাকলিয়া থানায় চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ এখনো পর্যন্ত মামলা রেকর্ড করেনি এবং সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। মানববন্ধনে বক্তব্য রাখেন চাক্তাই ট্রাক কল্যাণ সমবায় সমিতির সভাপতি জেবল হোসেন লেদুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা নিজাম উদ্দীন কাজল, চট্টগ্রাম জেলা ট্রাক কর্ভাভ ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি নিজাম উদ্দীন, সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল, সহ সভাপতি কামাল উদ্দীন, সহ সাধারণ সম্পাদক ইব্রীহম, সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া, সিনিয়র সদস্য মোহাম্মদ মুমিন, মোহাম্মদ বাচ্চু ডাক্তার, শ্রমিক নেতা নুরুল হক, মহরম আলী, আব্দুস শুক্কুর, খলিল মিয়া প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ