আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চমেক হাসপাতালে টানা চতুর্থ দিনের কর্মবিরতিতে শিক্ষানবিশ চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে টানা চতুর্থ দিনের মতো শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন।

গত (২৮ এপ্রিল) সকাল থেকে আজ শনিবার (১ মে) পর্যন্ত তারা হাসপাতালের কোনো ওয়ার্ডে চিকিৎসা সেবায় অংশগ্রহণ  করেননি।

চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান গণি বলেন, আমাদের কর্মবিরতি চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। বহিরাগত যারা হামলার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়া হামলার সঙ্গে চমেকের যেসব শিক্ষার্থী জড়িত তাদের বহিষ্কার করতে হবে। পাশাপাশি আমাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

তাছাড়া, শিক্ষানবিশ চিকিৎসকদের অনুপস্থিতিতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, শিক্ষানবিশ চিকিৎসদের বিষয়টি সমাধানে পরিচালক কাজ করছেন। আশা করছি এ সমস্যার সমাধান হয়ে যাবে।

গত ২৭ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সামনে চমেক ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ওয়াসিম সাজ্জাদ রানা এবং রাতে হাসপাতালের প্রধান ফটকের সামনে চমেক ছাত্রলীগের সভাপতি ও শিক্ষানবিশ চিকিৎসক হাবিবুর রহমানের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা এসময় তাদের কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রতিবাদে ঘোষণা ছাড়াই বুধবার থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো রকম সমাধান ছাড়াই তা শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ