
বান্দরবান সংবাদদাতা
বান্দরবান জেলার থানচি উপজেলাধিন বলিপাড়াতে বিজিবি কতৃক দুইশত পরিবারের নিকট গরীব দুস্থদের নিকট ত্রাণ বিতরণ করা হয়।
৫ মে সকাল পৌনে ১১টায় ৩৮বিজিবি বলিপাড়া জোনে পাহাড়ী বাঙ্গালীর কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৩৮বিজিবি বলিপাড়া জোন অধিনায়ক লেঃকর্ণেল খন্দকার শরীফ উল-আলম।এসময় উপস্থিত ছিলেন ত্রাণ গ্রহনকারি ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
দুইশত পরিবারের নিকট বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল ৫ কেজি, তেল১লিটার, চিনি১কেজি, ডাল১কেজি, লবন১কেজি, পেয়াজ১কেজি, আলু১কেজি।
পড়েছেনঃ ৫৯৮