
সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত তরুণ সাংবাদিকদের সংগঠন “সাতকানিয়া সাংবাদিক ফোরাম”র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল ২ই মে বোরবার সন্ধ্যায় সাতকানিয়া কেরানিহাটের একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ছৈয়দ আক্কাছ উদ্দিন,সহ-সভাপতি মো.শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, অর্থ সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক মো.ইকবাল হোসেন, প্রচার সম্পাদক নুরুল আমিন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক, পরিবেশ বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য রতন দাশ, মোহাম্মদ আজিম ও কাইছার হামিদ তুষার।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, সাতকানিয়ার গ্রামীণ জনপদে অবস্থানরত তরুণ সাংবাদিকদের প্ল্যাটফর্ম সাতকানিয়া সাংবাদিক ফোরামকে আরও শক্তিশালী করা এবং দেশের উন্নয়ন ও অনিয়ম, দুর্নীতিসহ অবহেলিত মানুষের সংবাদ পরিবেশনে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সকল সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করছে।