আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

সাতকানিয়া আমিলাইষে বীর মুক্তিযোদ্ধা সমর চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

 

মো.ইকবাল হোসেন:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫নং আমিলাইষ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সমর চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশ এর টিম ফোর্স রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করে। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ২ টার সময় তার নিজ বাড়িস্থ প্রাঙ্গণে এইমর্যাদা প্রদান করা হয়। এসময় তারা নিরবতা পালন করে সম্মান জানান। এবং পুষ্পমালা অর্পণ করেন।

এসময় সাতকানিয়া উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সমর চৌধুরী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন।

এইদিকে তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আমিলাইষ ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বসাধারণ সম্মান প্রদর্শন সহ পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেধনা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ