মো.ইকবাল হোসেন:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫নং আমিলাইষ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সমর চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশ এর টিম ফোর্স রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করে। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ২ টার সময় তার নিজ বাড়িস্থ প্রাঙ্গণে এইমর্যাদা প্রদান করা হয়। এসময় তারা নিরবতা পালন করে সম্মান জানান। এবং পুষ্পমালা অর্পণ করেন।
এসময় সাতকানিয়া উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সমর চৌধুরী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন।
এইদিকে তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আমিলাইষ ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বসাধারণ সম্মান প্রদর্শন সহ পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেধনা জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.