
দেশচিন্তা ডেস্ক: কয়েক সপ্তাহের ব্যাপক সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া।
শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের মধ্যে তিন দিনের আলোচনার পর শনিবার যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে থাই্যলান্ড ও কম্বোডিয়া।
এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘স্থানীয় সময় দুপুর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উভয় পক্ষই বর্তমান সেনা মোতায়েন অপরিবর্তিত রেখে নতুন করে কোনো অগ্রসরতার না করার বিষয়ে একমত হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘যেকোনো সেনা মোতায়েন উত্তেজনা বৃদ্ধি করবে এবং পরিস্থিতি সমাধানের দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।’
শনিবার (২৭ ডিসেম্বর) থাই প্রতিরক্ষামন্ত্রী নাথাফোন নাক্রাফানিত ও কম্বোডিয়ান প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। এরমাধ্যমে গত ২০ দিনের ভয়াবহ সংঘাতের অবসান ঘটল। এই সময় উভয় পক্ষের কমপক্ষে ১০১ জন নিহত এবং পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা ভেঙে যাওয়ার পর ডিসেম্বরের শুরুর দিকে দুই দেশ আবার সংঘাতে জড়ায়।
তথ্যসূত্র: আল জাজিরা ও রয়টার্স

















