
দেশচিন্তা ডেস্ক: মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশ স্থল থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটের দিকে হাসপাতালে প্রবেশ করেন তিনি।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে দিকে রওনা দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই-সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারও উস্কানিতে পা দেয়া যাবে না।
তিনি বলেন, আমি আপনাদের সামনে বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান। আমি এ প্ল্যান বাস্তবায়ন করতে চাই।
পড়েছেনঃ ১২










