আজ : বৃহস্পতিবার ║ ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ইসমাইল গণি, যুব ও ক্রীড়া বিভাগের উত্তর জেলা দায়িত্বশীল ও চট্টগ্রাম জজ কোর্টের পিপি এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস, জামায়াত নেতা আব্দুর রহিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন,“আজ আমার নির্বাচনী আসন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এর জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।”
এ সময় তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ