আজ : বৃহস্পতিবার ║ ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে শিবিরের শোডাউন

দেশচিন্তা ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল দিয়ে শোডাউন দিচ্ছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা প্রতিহত করতে দিনভর মাঠে থাকার ঘোষণা দেন তারা।

ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম শহরজুড়ে বাইক শোডাউন চলছে। সকালে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রশিবিরের এই কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে। এছাড়াও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশব্যাপী লকডাউন কর্মসূচি ডেকেছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। ওই মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটি প্রথম মামলা, যার রায় ঘোষণার তারিখ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ