আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিয়ে করলে বিজয়কেই করব: রাশমিকা

দেশচিন্তা ডেস্ক: ২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পরে গোপনে বাগদান সারেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি।

তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। বর্তমানে নিজের নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ প্রচারে ব্যস্ত রাশমিকা। সম্প্রতি ‘অনেস্ট টাউনহল’-এ এক আলোচনায় নিজের সম্পর্ক ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।

অনুষ্ঠানে ‘ডেট, ম্যারি অর কিল’ নামে এক মজার খেলায় অংশ নিয়ে তিনি এমন এক প্রশ্নের উত্তর দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ডেট এবং বিয়ে কাকে করবেন— এমন প্রশ্নের জবাবে রাশমিকা বলেন, আমি সম্ভবত নারুতোকে ডেট করব। দুঃখিত সে কোনো সিনেমার নয়, কিন্তু আমি ছোটবেলা থেকে নারুতো চরিত্রটার প্রতি পাগল। আর বিয়ে? আমি বিজয়কেই বিয়ে করব।

এ কথা শুনে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। আর সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে রাশমিকার এ বক্তব্য। একই আলোচনায় রাশমিকা নিজের দীর্ঘদিনের এনিমে ভালোবাসার কথাও জানান। তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি নারুতো: শিপুডেন দেখেন এবং পুরো ৬০০ পর্বই শেষ করেছেন। তিনি বলেন, আমি শুধু এনিমে দেখি। ওটাই আমার কমফোর্ট জোন।

এর আগে এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে রাশমিকা বলেন, আমার পছন্দ এমন কেউ, যে জীবনকে গভীরভাবে বোঝে এবং সব পরিস্থিতিতে আমার পাশে থাকে। যে সত্যিই দয়ালু এবং আমার সঙ্গে কিংবা আমার জন্য যুদ্ধ করবে। তার জন্য আমি যে কোনো দিন গুলি খেতে রাজি।

তার এই আন্তরিক মন্তব্য আরও একবার প্রমাণ করে বিজয়ের সঙ্গে তার গভীর সম্পর্ক। বিয়ের আলোচনার মাঝেও রাশমিকা মনোযোগ রাখছেন কাজের প্রতি। নিজের নতুন ছবি দ্য গার্লফ্রেন্ড নিয়ে তিনি বলেন, এই সিনেমাটা একরকম উষ্ণ আলিঙ্গনের মতো। এটা এমন এক গল্প, যা জীবনের কোনো না কোনো সময়ে সবাই অনুভব করবে।

উল্লেখ্য, রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রথম দেখা হয় ‘গীতা গোবিন্দম’ সিনেমার শুটিং সেটে। পরে তারা আবার একসঙ্গে কাজ করেন ‘ডিয়ার কমরেড’–এ। সেখান থেকেই শুরু হয় তাদের রসায়নের গল্প, যা পর্দার বাইরে ছড়িয়ে পড়ে বাস্তবজীবনেও।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ