আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তিন মাদকসেবী ম্যাজিস্ট্রেটের হাতে ধরা, কারাদণ্ড

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে তিন যুবককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ নভেম্বর) বোয়ালখালী পৌর সভার গোমদণ্ডী ফুলতল এলাকায় ইয়াব সেবনরত অবস্থায় সাজাপ্রাপ্তদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের অবশিষ্টাংশ, সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার পশ্চিম গোমদণ্ডীর মৃত নুর নবীর ছেলে মো. নায়েম উদ্দিন (২৫), আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (১৯) ও আবুল কালামের ছেলে মো.ওসামা বিন হোসাইন জিয়া (২২)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে ১৪ দিন করে ও অপর একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা চালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের খ সার্কেলের উপ পরিদর্শক একেএম আজাদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ