আজ : শনিবার ║ ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটিয়ায় সড়ক পরিবহন আইনে ১৪ হাজার টাকা জরিমানা

দেশচিন্তা ডেস্ক: ফারুকুর রহমান বিনজু-পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় তিনটি গাড়ির চালককে ১৪হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

গত ৫ই নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাদাম তল এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানে ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদী যাচাই করা হয়। এতে ট্যাঙ টোকনবিহীন ৩টি গাড়ির চালককে ১৪হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।

এই সময়ে উপস্থিত ছিলেন,
পটিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই)জুয়েল। এছাড়াও পুলিশ ও আনসার সদস্য উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপদ যাতায়াতের নিশ্চিত করাই এই অভিযানের মুল লক্ষ্য। অবৈধ গাড়ি, ফিটনেস বিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ