আজ : শনিবার ║ ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুকুল সংস্কৃতি বিদ্যাপিঠে উদ্বোধনী ক্লাস: শিল্প–সংস্কৃতির পথে নতুন যাত্রা

চট্টগ্রামে আজ সকালে অনুষ্ঠিত হলো মুকুল সংস্কৃতি বিদ্যাপিঠের উদ্বোধনী ক্লাস। প্রাণময় আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইসমাঈল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান সংগীতজ্ঞ ওস্তাদ আকবর খান ও কবি মাঈম উদ্দীন জাহেদ।
অনুষ্ঠানে সুমধুর সংগীত পরিবেশন করেন সুমাইয়া জান্নাত রাফি, কাজী তাসনিয়া বিনতে সালিম, আম্মার সিদ্দিক চৌধুরী এবং কাজী আজহারুল ইসলাম। তাদের পরিবেশনায় হলরুমে সৃষ্টি হয় মুগ্ধতার আবহ।
আয়োজনটি সঞ্চালনা করেন মুকুল সংস্কৃতি বিদ্যাপীঠের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক বোরহান উদ্দীন ও সিফাতুল্লাহ কায়েস।
বক্তারা বলেন—সংস্কৃতি চর্চা শুধু একটি প্রতিষ্ঠান নয়; এটি নতুন প্রজন্মকে মানবিক, নান্দনিক ও সৃজনশীলভাবে গড়ে ওঠার পথ দেখায়। উদ্বোধনী দিনের উপস্থিতি, উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করে তোলে এক বিশেষ সন্ধিক্ষণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ